Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , চাঁপাইনবাবগঞ্জ - এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ; আমাদের কার্যক্রমসমূহের আপডেট এই ওয়েবপোর্টাল ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত হালনাগাদ করা হচ্ছে । আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজটি ঘুরে আসতে এখানে ক্লিক করুন  ; ধন্যবাদ ।

Main Comtent Skiped

Future Plan

স্বাস্থ্য সেবা খাতে ভবষ্যিতে সম্ভাব্য উন্নয়নের পরিকল্পনাসমুহ ঃ 

 

১. কমিউনিটি ক্লিনিক সেবা সম্প্রসারন ।

২. কমিউনিটি ক্লিনিকে সিএসবিএ প্রশিক্ষনপ্রাপ্ত মহিলা সিএইচসিপি দ্বারা স্বাভাবিক প্রসব সেবার সংখ্যাবৃদ্ধি  এবং প্রসবজটিলতা রোগীকে রেফার্ডকরন ।

৩. অনুর্ধ্ব ৫ বৎসর বয়সি শিশু মৃত্যুহার প্রতিহাজারে(জীবিতজন্মে) ৪৬ থেকে ৩৭ তে হ্রাসকরন। 

৪. নবজাজক মৃত্যহার প্রতিহাজারে (জীবিতজন্মে) ২৮ থেকে ২১ তে হ্রাসকরন।

৫. মাতৃ মৃত্যুহার প্রতিলাখে ১৭৬ হতে ১০৫ তে হ্রাসকরন।

৬. নবজাতক জন্মের  ক্ষেত্রে দক্ষ স্বাস্থ্য কর্মীর দ্বারা পরিচর্যারহার ৬৫ শতাংশে উন্নীতকরন।

৭. ফার্টিলিটি রেট-২ এ নামিয়েআনা

৮. ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র/স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ১০ শয্যারপল্লীহাসপাতাল স্থাপন।

৯. প্রাথমিক ও জরুরী স্বাস্থ্যসেবাসহ সার্বজনীন স্বাস্থ্য সেবাপ্রদান।

১০. ইপিআই সুচকের মান বৃদ্ধিকরন (১০০%)।

১১. শিশুর অপুষ্টির হার হ্রাস ।

১২. হাসপাতালে নবজাতক  এর বিশেষায়িত (NICU) সেবাবৃদ্ধি ।

১৩. সকল হাসপাতালে আই.সি.ইউ চালুসহ কর্মপরিবেশ উন্নয়ন।

১৪. নার্সঃরোগী এবং ডাক্তারঃরোগী অনুপাত হ্রাস ।

১৫. হাসপাতালে শয্যা ব্যবহারের হার বৃদ্ধি ।

১৬. প্রাতিষ্ঠানিক প্রসব সম্প্রসারনের লক্ষ্যে জনগনকে উদ্বুদ্ধকরন এবং সচেতনতাবৃদ্ধি।

১৭. সার্বক্ষনিক জরুরী প্রসূতি সেবা নিশ্চিতকরা।

১৮. প্রসবপূর্ব  এবংপ্রসবপরবর্তী সেবাপ্রদান বৃদ্ধি।

১৯. সরকারী মিডওয়াইফের (ধাত্রী) সংখ্যাবৃদ্ধি ।

২০. দক্ষ জনবলগড়ে তোলা ।

২১. মাঠপর্যায়ে নিরাপদ প্রসব সম্প্রসারনের লক্ষ্যে দক্ষধাত্রী দ্বারা প্রসববৃদ্ধি এবং জনগনকে উদ্বুদ্ধকরন।

২২. পুষ্টি কর্মসূচি বাস্তবায়নসহ মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতকরন।

২৩. সংক্রামক ও অসংক্রামক রোগনিয়ন্ত্রন,প্রতিরোধ ও প্রতিকারের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়ন।

২৪. চিকিৎসা,শিক্ষা ও গবেষনাকার্যক্রম শক্তিশালীকরন এবংচিকিৎসা পেশার মান নিয়ন্ত্রন ।

২৫. স্বাস্থ্য  খাতে প্রযুক্তির ব্যবহার জোরদারকরন (টেলিমেডিসিন এবং মাঠপর্যায় হতে সরাসরি তথ্য সংগ্রহউন্নীতকরন)

২৬. মাঠপর্যায়ে মনিটরিং জোরদারকরন (অনলাই ও অফলাইন)।

২৭. আর্থিক ব্যবস্থাপনার উন্নয়নএবং তথ্য অধিকার ও স্ব-প্রনোদিত তথ্য প্রকাশ জোরদারকরা ।

২৮. স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি,সম্প্রসারন ও রক্ষনাবেক্ষন ।