গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর নিয়ন্ত্রণাধীন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসন অফিস এর পশ্চিম পার্শ্বে জিপিএস লোকেশন অনুযারী ২৪.৫৯৭০ ডিগ্রি অক্ষাংশে(ল্যাটিচুড)এবং ৮৮.২৭৬০ ডিগ্রি দ্রাঘিমাংশে (লংটিচুড) অবস্থিত।এই অফিস মূলত রোগ প্রতিরোধ ও প্রতিষেধক মূলক স্বাস্থ্য সেবা প্রধান নিশ্চিত করে। এই অফিসের নিয়ন্ত্রাণাধীন বিভিন্ন হাসপাতাল, ইউনিয়ন সাব-সেন্টার, কমিউনিটি ক্লিনিক ও সুবিশাল কর্মী বাহিনীর মাধ্যমে জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে।
দপ্তর প্রধানঃ সিভিল সার্জন ।
নিয়ন্ত্রণাধীন উপজিলা স্বাস্থ্য কমপ্লেক্স : ০৫ টি
আধুনিক সদর হাপাতালঃ ১ টি ।
ই- মেইলঃ chapainawabganj@cs.dghs.gov.bd
ফোন-০৭৮১-৫২৩১৪ , ফ্যাক্স-০৭৮১-৫৩৪৫৯ ,Statistician: 01717549367
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS