Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , চাঁপাইনবাবগঞ্জ - এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ; আমাদের কার্যক্রমসমূহের আপডেট এই ওয়েবপোর্টাল ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত হালনাগাদ করা হচ্ছে । আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজটি ঘুরে আসতে এখানে ক্লিক করুন  ; ধন্যবাদ ।

Main Comtent Skiped

Important Incidence

অবকাঠামোর উন্নয়ন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাচোল ও গোমস্তাপুর এর পুরতান জরাজীর্ণ ৩১ শয্যা বিশিষ্ট ভবন ভেঙ্গে  প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে ।

ইহা ছাড়া সিভিল সাজর্ন অফিসে ইউনিসেফ এর সহযোগিতায় একটি অত্যাধুনিক ভ্যাকসিন সংরক্ষনাগার WIC নির্মান করা হচ্ছে। 


টেলিমেডিসিন সেবা: উপজেলা হেলথ কমপ্লেক্স নাচোল ও শিবগঞ্জ হইতে দেশের অন্যান্য উপজেলা হেলথ কমপ্লেক্সে( যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক নেই) সে সকল প্রতিষ্ঠানে রুগীদের জন্য সরাসরি টেলিমেডিসিন এর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।


বিশেষজ্ঞ চক্ষু সেবা: কমিউনিটি ভিশন সেন্টার এর আওতায় এবং টেলিমেডিসিন প্রযুক্তির সহায়তায় নাচোল ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রান্তিক জনগণকে চক্ষু বিষয়ক বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।


কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য: সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে কিশোর - কিশোরীদের জন্য কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নার স্থাপন করা হয়েছে।


ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিট(কেএমসি): অপরিণত ও কম ওজন নিয়ে জন্ম নেওয়া নবজাতকের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে 'ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিট'(কেএমসি) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হয়েছে এবং অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্স এ তা চালু করার কার্যক্রম চলমান অবস্থায় আছে।


নন-কমিউনিকেবল ডিজিজ কর্নার : অসংক্রামক ব্যাধি প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি ও যথাযথ চিকিৎসার লক্ষ্যে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “ স্বতন্ত্র নন কমিউনিকেবল ডিজিজ কর্নার" স্থাপন করা হয়েছে।


মানসিক স্বাস্থ্য: SIMH প্রোগ্রাম এর আওতায় মানসিক স্বাস্থ্য সম্পর্কে জেলার আপামর জনসাধারণকে সচেতন ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত  চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অত্র জেলার জেলা হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ "মনের জানালা" নামক স্বাস্থ্য কর্নারের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত  চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।



কমিউনিটি ক্লিনিক এর বর্তমান অবস্থা: বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৫১ টি কমিটি ক্লিনিক চালু আছে। শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের নাহার-মনি কমিউনিটি ক্লিনিকটি নির্মান শেষে অতি দ্রুত চালুর অপেক্ষায় আছে।



সহজলভ্য হয়েছে ওষুধের প্রাপ্যতা: প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সর্বমোট ২৭ ধরনের বিভিন্ন ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। যার ফলে প্রান্তিক জনগোষ্ঠী প্রাথমিক স্বাস্থ্য সেবা পাচেছ।


অনলাইন রিপোর্টিং ও ই-হেলথ: এ প্রোগ্রামের আওতায় প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ইন্টারনেট সংযোগসহ সিএইচসিপিদের মাঝে একটি করে ল্যাপটপ ও অন্যান্য মাঠকর্মীদের কে ইন্টারনেট সংযোগসহ একটি করে ট্যাব প্রদান করা হয়েছে। যার মাধ্যমে অনলাইন রিপোর্টিং সিস্টেম চালু করা সম্ভব হয়েছে।


কমিউনিটি ক্লিনিক - মানুষের আস্থা: ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৫১ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কোটির অধিক গ্রামীণ জনগণকে সেবা প্রদান করা হয়েছে। জরুরি ও জটিল রুগীকে উন্নত সেবা ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ে রেফার করা হয়ে থাকে।


প্রান্তিক পর্যায়ে নরমাল ডেলিভারি: কমিউনিটি ক্লিনিকে কর্মরত মহিলা সিএইচসিপিদের ছয় মাসব্যাপী সিএসবিএ (কমিউনিটি স্কিলড বার্থ এ্যাটেনডেন্ট) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যার মাধ্যমে এ পর্যন্ত সহস্রাধিক নরমাল ডেলিভারি করানো হয়েছে।


করোনা ভ্যাকসিনেশনে সফলতা: ২০২৩ এর জুন পর্যন্ত জেলার মোট জনসংখ্যার ৯০ শতাংশকে প্রথম ডোজ, ৮৮ শতাংশকে দ্বিতীয় রোজ এবং ৭০ শতাংশকে তৃতীয় ডোজ ভ্যাকসিন এর আওতায় আনা সম্ভব হয়েছে।


বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক: করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন,পুলিশ বিভাগ,জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে অত্র জেলা ঈর্ষণীয় সফলতা অর্জন করে সারাদেশের রোলমডেল হিসেবে পরিচিতি পেয়েছে, এরই ফলস্বরূপ ২০২২ সালে 'দূ্র্যোগ ও সংকট মোকাবিলা‘ ক্যাটাগরিতে দলগতভাবে অত্র জেলা "বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২" অর্জন করেছে।