Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , চাঁপাইনবাবগঞ্জ - এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ; আমাদের কার্যক্রমসমূহের আপডেট এই ওয়েবপোর্টাল ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত হালনাগাদ করা হচ্ছে । আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজটি ঘুরে আসতে এখানে ক্লিক করুন  ; ধন্যবাদ ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ডসমূহ


Training on mhGAP Intervention


মানসিক স্বাস্থ্য সেবা জোরদারকরণের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তর এর যৌথ উদ্যোগে পরিচালিত Special Initiative for Mental Health কার্যক্রমের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় গতো ১১ থেকে ১৩ জুন ২০২৩, তিন দিনব্যাপী Training on mhGAP Intervention অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) মহোদয় ডাঃ রাশেদা সুলতানা ও সভাপতিত্ব করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ।

এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হবে।





‘মনের জানালা’


চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা ভোলাহাট। সেই ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ‘মনের জানালা’।

মানসিক স্বাস্থ্য ও সুস্থতা (Mental Health and Wellbeing) বিধানের সুযোগ করে দিতে সিভিল সার্জন মহোয়দ ডা: এসএম মাহমুদুর রশিদ Smm Rashid স্যারের দিকনির্দেশনায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মাহবুব হাসান Mohammad Mahbub Hasan মহোদয়ের সদিচ্ছা ও ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণের আন্তরিক ইচ্ছায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

১২ জুন ২০২৩, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল এর পরিচালক অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয় ভোলাহাট উপজেলায় মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শনকালে ‘মনের জানালা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সঙ্গে আরও উপস্থিত ছিলেন,প্রাক্তন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা: মারুফ আহমেদ খান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট-মেন্টাল হেলথ, ডা: ইসাকুল কবির। Ishakul Kabir

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগীতায় Special Initiative for Mental Health  কার্যক্রমের আওতায় চাঁপাইনবাবগঞ্জে সরকারী ও বেসরকারী পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করার লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ের সরকারী চিকিৎসক এবং প্রাইভেট প্র্যাক্টিশনার (জিপি)দেরকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত mhGAP প্রশিক্ষণ প্রদান করা হয়, এবং উপজেলা পর্যায়ে বর্তমানে এই সেবা প্রদান শুরু হয়েছে।


মাসিক সমন্বয় সভা


১৬ অক্টোবর রোজ সোমবার জেলার সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলার স্বাস্থ্যের অভিভাবক সম্মানিত সিভিল সার্জন জনাব এস এম মাহমুদুর রশিদ।

সবাই প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক মহোদয়।

এছাড়াও জেলার পাঁচ উপজেলার সম্মানিত ইউএইচএফপিওবৃন্দসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী সভায় অংশ নেন।